Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন কর্মশালা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৩, ০৭:২৬ পিএম


উলিপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রতিবন্ধী ইন্টারন্যাশনাল‍‍`র সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, এইচআই উপস্থাপিত প্রকল্প ব্যবস্থাপক আব্দুল গফুর, পুনর্বাসন কর্মকর্তা হাবিবা খাতুন, জীবিকা কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম বিটু প্রমূখ। 

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ২৭জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ৪টি, সাদা ছরি ২টি, হাটার লাঠি ৮টি, এলবো ক্রাস ২টি, এক্সিলারি ক্রাস ২টি, টয়লেটে চেয়ার ৩টি, ইউরিন পট ১টি, বেড প্যান ৩টি, ওয়ার্কিং ফ্রেম ১টি ও থ্যারাপিউটিক টয় ১টি বিতরণ করা হয়েছে।

এমএইচআর

Link copied!