Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

প্রয়াত শ্যামাপদ চক্রবর্তী‍‍`র স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর  প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৩, ০৪:১০ পিএম


প্রয়াত শ্যামাপদ চক্রবর্তী‍‍`র স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ধানুকা মনসা বাড়ির সদ্য প্রয়াত সত্বাধিকারী, বাংলাদেশ ব্রাহ্মন কল্যান সংঘ শরীয়তপুর জেলা শাখা ও ঐতিহাসিক ধানুকা মনসা বাড়ি মন্দির কমিটির সদ্য প্রয়াত সভাপতি, প্রাক্তন শিক্ষক শ্যামাপদ চক্রবর্তী (তিনু মাষ্টার) এর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে শুরু করে দুপুর অব্দি সংগঠনের কার্যালয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরন সভায় বাংলাদেশ ব্রাহ্মন কল্যান সংঘ শরীয়তপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি শ্রী কাজল কুমার ঠাকুরতার সভাপতিত্বে ও যুগ্ম  সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তীর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, বাংলাদেশ ব্রাহ্মন কল্যান সংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ননী গোপাল অধিকারী, সহ-সভাপতি হিমাংশু ঘোষাল, সহ-সভাপতি দ্বীজপদ আশ্চার্য, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন চক্রবর্তী, কোষাধ্যক্ষ বনদেব গোস্বামী, সিনিয়র সদস্য মদন চক্রবর্তী, শিবুনাথ গোস্বামী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিলয় ভট্টাচার্যসহ বাংলাদেশ ব্রাহ্মন কল্যান সংঘ শরীয়তপুর জেলা শাখার অন্যান্য পদে অধিষ্ঠিত ব্যাক্তিবর্গ সহ প্রমুখ।

এ সময় উপস্থিত ব্যাক্তিবর্গ তাদের বক্তব্যে‍‍`র মধ্যে দিয়ে প্রয়াত শ্যামাপদ চক্রবর্তী তথা তিনু মাষ্টারের বর্নাঢ্য জীবনের স্মৃতি চারণ করেন। তার সমগ্র জীবনের বিভিন্ন কর্মকান্ড উঠে আসে বক্তাদের স্মৃতি চারণে। এ সময় সকলে মিলে শান্তি মন্ত্র পাঠ করে প্রয়াত শ্যামাপদ চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।

এমএইচআর

Link copied!