Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে নৈশ প্রহরীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৩, ০৫:২১ পিএম


পূবাইলে নৈশ প্রহরীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর মহানগরীর ব্যবসায়ী কল্যান সংগঠন এর উদ্যোগে পূবাইল থানার অন্তর্গত সকল সিকিউরিটি গার্ড (নৈশ প্রহরী)দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে মিরের বাজার ঘাসফড়িং হোটেল প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হানিফ মিয়া, সহ-সভাপতি গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যান সংগঠন ও আমজাদ হোসেন মোল্লা সহ-সভাপতি গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যান সংগঠন।

এসময় আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর  ব্যবসায়ী কল্যান সংগঠনের সহ-সভাপতি হাজী মো. ইসমাইল হোসেন।বাতেন ভুইয়া সভাপতি মিরের বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটি।মীরের বাজার ব্যবসায়ী কল্যান সংগঠনের সভাপতি মো. বিল্লাল হোসেন।মাজুখান বাজার কমিটির সভাপতি ওসমান গনি মুন্সী প্রমুখ। 

আরএস

Link copied!