Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুপচাঁচিয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৩, ০৮:৩২ পিএম


দুপচাঁচিয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুপচাঁচিয়া প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার সোনালী প্যালেস মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌয়দ কবির আহম্মেদ মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, প্রেসক্লাবের উপদেষ্টাদয় আলমগীর হোসেন, আলহাজ্ব আফজাল হোসেন নয়ন, সাবেক মেয়র বেলাল হোসেন প্রমুখ। 

সমগ্র সভাটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল। পরে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এমএইচআর
 

Link copied!