Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহম্মদপুরে ইয়াবাসহ আটক ১

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০২:৩৬ পিএম


মহম্মদপুরে ইয়াবাসহ আটক ১

মাগুরা মহম্মদপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের মৃত সোহরাব হোসেন এর ছেলে। 

সূত্রজানায়, শুক্রবার বিকালে মহম্মদপুর থানার এস আই জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের সেতুর পশ্চিম  প্রান্তে তিন রাস্তার মোড়ে অভিযান চলাকালীন সময়ে পুলিশের সন্দেহ হলে গতিরোধ করে। 

তার দেহ তল্লাশি করে মাদক কারবারি আনোয়ার হোসেন এর প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করে পুলিশ। 

অপর একটি সূত্র জানায়, আটক আনোয়ার হোসেন উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে হার্ডওয়ার ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। 

এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) অসিত কুমার রায় জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং শনিবার সকালে আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচআর

Link copied!