Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলাপাড়ায় দরিদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০৩:৩৬ পিএম


কলাপাড়ায় দরিদ্রদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

পটুয়াখালীর কলাপাড়ায় একশত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

 শনিবার বেলা ১২ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাষ্টার বাড়ীর আঙ্গীনায় বসে রোটারিয়ান এম. কাইয়ুম ইসলাম অসহায় মানুষের কাছে এ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন।

রোটারী ইন্টারন্যাশনালের ব্যানারে রোটারী ক্লাব অফ ঢাকা’র আরচ ক্লুম্প সোসাইটি (একেএস) সদস্য রোটারিয়ান মিথুলী মাহবুব হোসাইনের সহযোগীতায় এ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। 

এছাড়া উপজেলার একটি শিশু’র চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা শিশুটির মায়ের হাতে তুলে দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য মো. খলিল মল্লিক, সাবেক ইউপি সদস্য মো. রফিজ তালুকদার ও মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, রোটারী ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি রমজানে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। এর ধারাবাহিকতায় কলাপাড়ায় একশত অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। 

তাদের এ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে কলাপাড়ার কৃতি সন্তান ও রোটারী ক্লাব অব ঢাকা ডাউনটাউন এর সদস্য রোটারিয়ান এম. কাউয়ুম ইসলাম জানান।

এমএইচআর

Link copied!