Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০৩:৫৯ পিএম


কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ আড়পাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার দক্ষিণ আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। 

এমএইচআর

Link copied!