Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে চোরাই সিএনজিসহ আটক ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৩, ০৪:৫৫ পিএম


বাহুবলে চোরাই সিএনজিসহ আটক ১

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে গভীর রাতে চোরাই সিএনজিসহ এক চোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শেওড়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের মো. শের আলীর ও জাসমিন আক্তারের ছেলে মো. সজিব মিয়া(২৩) চুনারুঘাট উপজেলা থেকে একটি সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ-থ-১১৭২৮৪) গাড়িটি রাতের আঁধারে চুরি করে বাহুবলে নিয়ে আসে। 

রাত প্রায় ৩ টা ২০ মিনিটের সময় ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী গ্রামের পাশে ওই সিএনজি নিয়ে তার সহযোগীদের জন্য অপেক্ষা করছিলো সজিব। এমতাবস্থায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের রাস্তায় টহলরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহাসড়কের শেওড়াতলী এলাকায় একটি সিএনজি অটো রিক্সা নিয়ে সন্দেহজনক ভাবে একজন লোক অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিক পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজিসহ সজিব মিয়াকে দেখতে পায়। 

এসময় সজিব মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই সিএনজি অটো রিক্সাটি চুরির বলে জানায় সজিব।

পরে সজিব মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এস আই নাজমুল হোসেন।

এমএইচআর

Link copied!