Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বন বিভাগের মামলায় মির্জাপুরে যুবক কারাগারে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৩, ০৭:১০ পিএম


বন বিভাগের মামলায় মির্জাপুরে যুবক কারাগারে

বন বিভাগের মামলায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ এপ্রিল) কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।

সে উপজেলার বাঁশতৈল মুনছুর আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও নয়াপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে নাজমুল করিম সিকদার বলে জানা গেছে।

পুলিশ জানায়, ২০১৬ সালে গাজীপুর জেলার বন বিভাগের মামলা হয় তার বিরুদ্ধে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। তারপর থেকেই নাজমুল পলাতক ছিলেন। গত বুধবার বাঁশতৈল বাজার চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক রামকৃষ্ণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এরপর তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আরএস

 

Link copied!