Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গামাটিতে পহেলা বৈশাখ-মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৩, ০৮:০০ পিএম


রাঙ্গামাটিতে পহেলা বৈশাখ-মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সভা

রাঙ্গামাটিতে পহেলা বৈশাখ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোবববার (০৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎযাপন করা হবে। অনুষ্ঠানটি যথাযথভাবে পালন করার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন সবরকম প্রস্তুতি শেষ করেছে। ওইদিন সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস উপলক্ষ্যে ১৭ এপ্রিল জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
এআরএস

Link copied!