Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৩, ১১:১৩ এএম


ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে হত্যার শিকার হলেন বড় ভাই আবু রায়হান (২৬)। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টারদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খুন হওয়া আবু রায়হান ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান, রোমান (২৪) ও জামাল (১৬) শুয়ে পড়েন। এরমধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়েন। সুযোগ মত রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করতে শুরু করে। ছটফট শব্দে ছোট ভাই জামালের ঘুম ভেঙে যায়।

এ সময় তার চিৎকারে পাশের ঘরের ঘুম থেকে ওঠে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এলে দরজা খুলে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন ভাইয়ের মধ্যে অভিযুক্ত রোমান বিয়ে করেছে। বাকি দুই ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে টাকা পয়সা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরেই জের ধরে ছোট ভাই বড় হত্যা করে বলে নিহতের পরিবার নিশ্চিত করেন।

রাতেই সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারে বইছে শোকের বন্যা। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও থানার ওসি জানিয়েছেন।

এআরএস

Link copied!