Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৩, ১২:৫৮ পিএম


ফুলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে লরি-মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শান্ত মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শান্ত মিয়া (১৭) ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দারাপাড়) গ্রামের মো. সাইদুল ইসলামের তৃতীয় ছেলে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এআরএস

Link copied!