গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৩, ০৪:৫২ পিএম
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৩, ০৪:৫২ পিএম
শান্তি ও সম্প্রীতি থাকলে কাঙ্খিত উন্নয়ন দ্রত এগিয়ে যাবে। খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গুইমারা উপজেলায় শুভাগমন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান এ কথা বলেন।
এসময় তিনি গুইমারা উপজেলার সমস্যাগুলো দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে ঘোষণা দেন।
সোমবার (১০ এপ্রিল) গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরষিদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যদের মধ্যে,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর,উপজেলা পরষিদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,হেডম্যান, কার্বারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন, গুইমারা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ম ত্রিপুরা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সাথোয়াই মগ, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস। সভাপতির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন, গুইমারা নতুন উপজেলা হওয়ায় অবকাঠামোগত সমস্যা থাকায় জনগণের কাঙ্খিত সেবা ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের কাজের সমস্যা হচ্ছে। সমস্যা দূরীকরণের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এমএইচআর