Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৩, ০৮:৩৭ পিএম


গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টিম কোতয়ালী মডেল থানাধীন চাঁন্দপুর মধ্যমপাড়া আবুল হাউজিং এস্টেটের ভিতরে আল আমিন হোসেন শান্ত (৩৪) কে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে।

তার পরিচালনাধীন গরুর খামারের গোয়াল ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী পাইপগান ৮রাউন্ড কার্তুজ গুলি ২০ বিশ বোতল ফেন্সিডিল ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ডুমুরিয়া চাঁনপুর (দৌলত সর্দার বাড়ী) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন হোসেন শান্ত (৩৪)। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামী মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে। 

তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনের ৭/৮ টি মামলা আছে। সীমান্তবর্তী এলাকা হতে উক্ত মাদকদ্রব্য সংগ্রহ করিয়া দাউদকান্দি থানাধীন শহীদনগর গ্রামের মো. শামীম এর নিকট সরবরাহ করে। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়–য়া জানান, আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইন ও মাদক আইনে ২ (দুই) টি মামলা দায়ের করা হয়েছে। 

এমএইচআর
 

Link copied!