Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৩, ০২:২৮ পিএম


মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর অর্থায়নে হবিগঞ্জ মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এসব উপকরণ বিতরণ করা হয়। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকায় উপজেলা পরিষদের মাধ্যমে ১ শটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) দীজেন্দ্র চন্দ্র আচার্য, উপজেলা প্রকৌশলী শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এমএইচআর

Link copied!