Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে তাপদহে জনজীবন অতিষ্ঠ

মেহেরপুর (গাংনী) প্রতিনিধি

মেহেরপুর (গাংনী) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৩, ০৭:৩৭ পিএম


গাংনীতে তাপদহে জনজীবন অতিষ্ঠ

মেহেরপুর জেলায় মাঝারি তাপপ্রবাহ বইছে। গত ৩ তারিখ থেকে এ অঞ্চলে মৃদ থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ ডিগ্রি থেকে৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।  চলমান তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকেই সুর্য তাপ ছাড়াচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রাও।

বাহিরে বের হলে রোদের তাপে হাত মুখ জলে যাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। প্রচন্ড রোদ্রের তাপ উপেক্ষা করে কাজ করছে এসব নিম্ন আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৩ টার সময় এ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে .০৩ ডিগ্রি বেশি। সোমবার  বেলা তিনটার সময় এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়া অফিস বলছে এই ধরনের আবহাওয়া আরো কয়েক দিন থাকবে তবে রাতের দিকে ঠান্ডা অনুভব করবে।

এদিকে গাংনী উপজেলা হাসপাতালে গিয়ে দেখা গেছে গত তিন দিনে ডায়রিয়া জনিত কারণে হাসপাতালে ভর্তি হয় ৪৩ জন।গাংনী হাসপাতালের  মেডিকেল অফিসার ডা. জামিরুল ইসলাম বলেন বর্তমানে যে তাপমাত্রা পড়ছে তাতে হিটস্ট্রোক হতে পারে, সেহেতু প্রতিটি মানুষকে ঠান্ডা ও ছায়া যুক্ত জায়গায় থাকতে হবে।

তবে শিশুদের কে পরিস্কার পরিছন্ন এবং ঠান্ডা ঘরে রাখতে হবে।তিনি আরো বলেন যদিও রমযান মাস তারপরেও সাহারী ও ইফতারের সময় বেশি বেশি করে পানি ও পানি জাতীয়, ফল ফ্রুট খেতে হবে।

আরএস

Link copied!