Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মেহেরপুর (গাংনী) প্রতিনিধি

মেহেরপুর (গাংনী) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৩, ০৭:৫৮ পিএম


গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের দামুস বিলের পানিতে ডুবে ফাহিম আহমেদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়।  শিশু ফাহিম সাহেবনগর গ্রামের পূর্বপাড়ার কৃষক আরিফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১১এপ্রিল)  দুপুর আড়াইটার দিকে গ্রামের দামুস বিলের পানি থেকে শিশু ফাহিম মরদেহ উদ্ধার করা হয়।

সাহেবনগর গ্রামের বাসিন্দা সুজন হোসেন  জানান,ফাহিম সহ তার আরাে দুই বন্ধু গ্রামের দামুস বিলে গােসল করতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে ফাহিম আকস্মিক ভাবে পানির নিচে তলিয়ে যায়।  তার বন্ধুরা গ্রামের মানুষকে বিষয়টি জানালে,অনেক খােঁজাখুজির এক পর্যায়ে ফাহিম এর মরদেহ পানিতে ভাসতে দেখে। এসময় তার মরদেহ উদ্ধার করা হয় ।

মঙ্গলবার বিকেলে ফাহিম এর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরএস
 

Link copied!