Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৩, ০৮:০৫ পিএম


সাদুল্লাপুরে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

গাইবান্ধা সাদুল্লাপুরে  ২৬জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও  ৩১ জন দরিদ্র মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল  বিতরণ করা হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব , উপজেলা  নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক  সহিদুল্যাহেল কবির ফারুক বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা  উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!