Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

থানচিতে বিজিবি ইফতার বিতরণ

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০৪:৫৬ পিএম


থানচিতে বিজিবি ইফতার বিতরণ

বান্দরবানে থানচিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৮, বিজিবি‍‍`র বলিপাড়া জোন পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে বিজিবি চেকপোস্ট প্রাঙ্গনে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে ইফতার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন, বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম পিএসসি।

এছাড়া মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. তসলিম, জিপি কমান্ডার মোঃ মুরাদ হোসেনসহ জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইফতার গ্রহনকারী স্থানীয় মুসলিম রোজাদারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিজিবি সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি জনগণের  পাশে থেকে সব সময় সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছি। বিজিবি জনগণের বন্ধু। আপনাদের সহযোগিতা করতে বিজিবি সব সময় প্রস্তুত আছি ভবিষ্যতেও থাকব।

আরএস

Link copied!