Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাশিয়ানীতে রেলে কাটা পড়ে অটো চালকের মৃত্যূ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০৫:৩৬ পিএম


কাশিয়ানীতে রেলে কাটা পড়ে অটো চালকের মৃত্যূ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলে কাটা পড়ে এক অটো চালকের মৃত্যূ হয়েছে। 

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেলক্রচিং এ বুধবার সকালে ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৭.৫৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপড়া ফ্লাইওভার অতিক্রম করার সময়ে একটি অটো রেলগাড়ীর সামনে পড়লে অটোটি  দুমড়ে-মুচড়ে যায়। 

রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যূ হয়। মৃত অটো চালক উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে মো. মিরাজ শেখ (৫৫)। 

স্থানীয়রা জানান, এই রেল-ক্রসিং এ গেইট ম্যান না থাকায় বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন মানুষ অকালে প্রাণ হারিয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি গেইটম্যান নিয়োগের সর্ব্বোচ চেষ্টা করবেন বলে উপস্থিত লোকজনকে আশ্বাস্ত করেন।

এমএইচআর

 

Link copied!