Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নৈশ প্রহরী অপহরণের সন্দেহে উজ্জল গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০৬:৫৪ পিএম


নৈশ প্রহরী অপহরণের সন্দেহে উজ্জল গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ প্রহরী আল মোতাব্বির অপহরণের উজ্জল পাঠানকে  গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার এস আই রাজিব রায়সহ একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করে। 

এখন ও ভিকটিম উদ্বার  হয়নি। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান গত ৬ এপ্রিল  রাতে উপজেলার ঘিলাতলী গ্রামের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ প্রহরি আল মোতাব্বিরকে পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে উজ্জল পাঠানসহ তার সহযোগিরা অপহরণ করে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

এ ঘটনায় আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম বাদী হয়ে উজ্জল পাঠান কে প্রধান আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর থেকেই ঘটনার প্রধান আসামী উজ্জল পাঠানকে  গ্রেপ্তার পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে। 

অবশেষে উজ্জল পাঠানকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে উদ্ধার ও অন্য আসামী  গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।

এমএইচআর
 

Link copied!