Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আগুনে পুড়লো ১১টি ঘর, পানের বরজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০৭:১৪ পিএম


আগুনে পুড়লো ১১টি ঘর, পানের বরজ

কুষ্টিয়ার মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘরসহ সাত বিঘা জমির পানের বরজ ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হাজরাহাটি বেলগাছি গ্রামে এই ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অগ্নিকাণ্ডের বসতঘর পুড়ে যাওয়া ব্যক্তিরা হলেন– বেলগাছি গ্রামের আমির আলী, কোরবান আলী, সোহেল রানা, আজমত আলী, কাতাবুর উদ্দিন, মোসলেম উদ্দিন, কুতুব উদ্দিন, ফিরোজ আলী ও কুদ্দুস আলী। 

এ ছাড়াও বেলগাছি গ্রামের প্রায় ১৫ জন পান চাষির পানের বরজ পুড়ে গেছে। সবুজ হোসেন জানান, আগুনে ১১টি বসতঘর ছাড়াও ১৫ জন চাষির প্রায় সাত বিঘা পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এমএইচআর

Link copied!