Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তেল জাতীয় ফসল উৎপাদন করে পুরস্কার পেলেন কৃষক

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৩, ০২:০৩ পিএম


তেল জাতীয় ফসল উৎপাদন করে পুরস্কার পেলেন কৃষক

২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলার লোহাগড়ার কৃষকদের পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মশিয়ুর রহমান প্রমুখ। 

আলোচনাসভা শেষে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!