Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৫, ২০২৩, ১২:৫০ পিএম


বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালে ঢাকের তালে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়েছে। এছাড়া সকালে রাখি উৎসবসহ প্রভাতী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় উদীচি এর আয়োজনে নগরীর ব্রজমোহন স্কুল প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় সঙ্গীত, মঙ্গলগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিল্পীরা। এসব আয়োজনে প্রানে প্রান মিলায় উৎসব প্রিয় বাঙালী। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ প্রমূখ। এরপর চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রার সামনে থাকেন। শোভাযাত্রা ব্রজমোহন স্কুল থেকে বের হয়ে কালিবাড়ি রোড, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপট্রি হয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় টাট্টু ঘোড়া, পালকি, কবুতর, ঘোড়া, পালঙ্ক, ময়ূর, ট্যাপা পুতুলসহ বিভিন্ন ডিজাইনের মুখোশ, পাখা ছিলো। বর্ষবরণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ও চিত্র প্রদর্শনীর পাশাপাশি তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে ব্রজমোহন স্কুল প্রাঙ্গনে।

এদিকে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে সকাল সাড়ে ৬টায় বর্ষবরণ অনুষ্ঠান করা হয় অশ্বিনী কুমার হল চত্বরে। পাশাপাশি পহেলা বৈশাখ উপলক্ষে বাঙ্গালী সংস্কৃতিতে মৌলবাদী ও ফ্যাসিবাদী আগ্রাসন রুখে দিতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ‍‍`সহ বিভিন্ন দাবিতে সকাল ৯টায় ফকির বাড়ি রোড থেকে অশ্বিনী কুমার হল চত্বর হয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। অন্যদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনেও নববর্ষ পালিত হয়েছে।
এআরএস

Link copied!