Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৩, ১১:৩১ এএম


মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

হবিগঞ্জে মাধবপুরে জগদীশপুরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। 

রোববার সকালে বিকেলে ও রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। 

আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, রোববার সকালে রওশনারা (৫১), খুদেজা (৬৫), আবু মিয়া (৭০) সহ একটি কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে। 

এ সময় প্রায় ১০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার সঞ্জয় বনিক জানান, কুকুরের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

এইচআর

Link copied!