Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৩, ০৩:৫৯ পিএম


হাতিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ই এপ্রিল) সকালে উপজেলার বুড়িরচর ও জাহাজমারা ইউনিয়নসহ  ১১টি ইউনিয়নেএ চাল বিতরণ করা হয়।

উপজেলার বুড়িরচর ইউনিয়নে সরজমিনে গেলে দেখা যায় প্রধানমন্ত্রী দেওয়া ১০ কেজি চাল উপহার গ্রহণ করতে হাজার হাজার মানুষের ভিড়। গরীব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বুড়িরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও রেহানিয়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রিমন উদ্দিন, বুড়িরচর ইউনিয়ন পরিষদের সচিব মো. শামীম উদ্দিন, বুড়িরচর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. রাসেল উদ্দিনসহ প্রমুখ।

উল্লেখ্য, বুড়িরচর ইউনিয়নে ১১ হাজার ৫৮০ জন উপকারভোগীর মধ্যে এ চাল বিতরণ করা হয়।

এআরএস

Link copied!