Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্য আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৩, ০৬:৫৬ পিএম


ভালুকায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্য আটক

আসন্ন ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় রোববার রাতে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযানে পুলিশ কুমিল্লা জেলার হোমনা থানার চানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র বেলাল (২৬), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সোনাপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আবু তাহের (৩০) ও জামালপুর জেলার বকসিগঞ্জ থানার বেপারীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৯) কে আটক করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, রোববার রাতে উপজেলার মেহেরাবাড়ী এলাকা  থেকে তাদেরকে ধাওয়া করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এই চক্রটি রাতের বেলায় প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে পরে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যেতো। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এইচআর
 

Link copied!