Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় ঈদ সামগ্রী বিতরণ

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৩, ০৩:৪৫ পিএম


আখাউড়ায় ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।‌

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ মোহাম্মদ তাজুল ইসলাম আহমাদীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সহ-সভাপতি সুফি নূরে আলম সাঈদ, আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি শামসুজ্জামান আল কাদেরী, শাখার সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক দানিছ খলিফা, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, পাঠাগার সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মুফতি আব্দুল মতিন মোল্লা প্রমুখ।

এইচআর

Link copied!