Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে মাশরাফির ঈদ সামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৩, ১২:৫৮ পিএম


নড়াইলে মাশরাফির ঈদ সামগ্রী বিতরণ

নড়াইল -২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা  ঈদ উপলক্ষে ৫ হাজার দুস্থ মানুষকে শাড়ি-লুঙ্গী ও নগদ অর্থ ঈদ উপহার দিচ্ছেন।

সংসদ সদস্যর নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে  এসব ঈদ উপহার  বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঈদ  উপলক্ষে দুস্থদের মাঝে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, গত রোববার থেকে এ ঈদ উপহার দেওয়া শুরু হয়েছে।

ছাত্রলীগ, সেচ্ছসেবী সংগঠন চলো পাল্টাইসহ কয়েকটি সামাজিক সগঠনের মাধ্যমে প্রতিদিন ৪-৫টি গ্রুপ করে রাতের আঁধারে দুস্থদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রম শেষ হতে এখনও দু’তিন দিন সময় লাগবে।

এআরএস

Link copied!