Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন

পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৩, ০৫:২৯ পিএম


মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ।

উপজেলার  তালুক ঘোড়াবান্ধা, দুর্গাপুর, তিনগাছতল, হরিনসিংহাসহ কয়েকটি গ্রামের ৫০ জনের বেশী মুসল্লি ঈদের জামাতে  অংশ গ্রহন করে।

সৌদির সঙ্গে মিল রেখে দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ তারা এ ঈদ উদযাপন করছে।

শুক্রবার ( ২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার  মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ এ ঈদের  জামাত  অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল থেকেই মোটরসাইকেল, ভ্যান যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে ( জমঈয়তে আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের লোকজন মসজিদ চত্বরে আসেন। পরে মাওলানা আব্দুল মালেক এর ইমামতিতে মুসুল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

নামাজ পড়তে আসা তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা বলেন, চাঁদের অবস্থান জেনে মক্কা মদীনা শরীফে তথা সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন শুরু করি এবং  সেই অনুসারে ঈদ উদযাপন করে থাকি। সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ শুক্রবার এক সঙ্গে ঈদ উদযাপন করছি।

এ-সময় তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে আট বছর থেকে আমরা এখানে ঈদ উদযাপন করে আসছি।

এআরএস

Link copied!