Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৩, ০১:৪৮ পিএম


নেত্রকোণায় সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ২

নেত্রকোণাগামী সিএনজি ও মোহনগঞ্জগামী মাছের পিক-আপের মুখোমুখি সংঘর্ষে কান্দুলীয়ায় সিএনজির দুইজন যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছে।

আজ সকাল সাড়ে নয়টায় নেত্রকোণা সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার গোবিন্দপুরের এলাকার রবিন সরকারের ছেলে রমেশ সরকার, বারহাট্টা উপজেলার মনাস গ্রামের তুলসী দাসের ছেলে আরাধন দাস। আহতরা হলেন ঠাকুরাকোনা গ্রামের জেসমিন ও মুক্তা

স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টায় সিএনজি ও পিক-আপের সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার আগে সিএনজি চালক গাড়ীর স্টিয়ারিং ছেড়ে পালিয়ে যায় এতে হতাহতের ঘটনা ঘটে। পিক আপের চালক ও হেল্পারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি পিকআপ সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই ১জন ও অপর ১জন হাসপাতালে নিহত হয়েছে। 

এছাড়া দুইজন আহত হয়েছে। পিক-আপের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএইচআর

 

Link copied!