Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রৌমারীতে ১১ জুয়াড়ি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৩, ০৩:৩৪ পিএম


রৌমারীতে ১১ জুয়াড়ি আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও ১১ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, রোববার রৌমারী সদর ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় রৌমারী থানাধীন পশ্চিম ইছাকুড়ি গ্রামের মনজিল হোসেন (৪২), ফারুক হোসেন (৪০), মমিনুল ইসলাম (৩০), মিনারুল ইসলাম (২৮), নুর আলী (৩২), মিজু মিয়া (২৫), কছর উদ্দিন (৩৭), মোসলেম উদ্দিন (৩৬), আনারুল ইসলাম (৩২), আমির হোসেন (২৬) ও মিনারুল ইসলামকে (২৮) জুয়া খেলার সরঞ্জাম, জুয়া খেলার নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেপ্তার করে রৌমারী থানার একটি চৌকস টিম।

এবিষয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, জুয়া আইনের মামলা রুজু পূর্বক আসামিদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন এভাবেই রৌমারী এলাকায় জুয়া ও মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত রৌমারী থানা পুলিশ।

এইচআর

Link copied!