Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৩, ০৭:৪১ পিএম


চুয়াডাঙ্গায় অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

অবশেষে বৃষ্টির দেখা পেলেন তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী। সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ৩টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে এখনো এ জেলায় বৃষ্টি নামেনি।

একটানা ১৯ দিন প্রচণ্ড তাপে পুড়তে হয়েছে চুয়াডাঙ্গাবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। তবে গত দুদিন ধরে আকাশ মেঘলা ছিল। 

অবশেষে আজ নামলো স্বস্তির বৃষ্টি। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। এটি কয়েকদিন থাকবে। তবে দীর্ঘ ২৪ দিন পর বৃষ্টি হলো চুয়াডাঙ্গায়। 

এরআগে গত ১ এপ্রিল জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এইচআর

Link copied!