Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৩, ০৭:৫৭ পিএম


ভৈরবে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ সাব্বির মিয়া নামে মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোররাতে পঞ্চবটি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পঞ্চবটি বালুর মাঠ এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় আটককৃতের দখলে থাকা ৪৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারি সাব্বিরকে আটক করে র‌্যাব।

সে পঞ্চবটি ঈদগাহ এলাকার আরমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবু সায়েধ মিয়ার ছেলে। এ ঘটনায়  আটককৃতের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এআরএস

 

 

 

Link copied!