ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৩, ০৮:৫৯ পিএম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৩, ০৮:৫৯ পিএম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে একটি লোহার সেতু ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নদীতে পড়ে যায়।
বুধবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ারসার্ভিসের ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার সেতুতে বড় একটি লড়ি উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় লরিসহ একটি প্রাইভেটকার খিরু নদীতে পড়ে যায়।
প্রাইভেটকারে থাকা পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা। বর্তমানে পাশের আরেকটি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে।
এইচআর