Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় গরমে বেঁকে গেছে লাইন, রেল যোগাযোগ বন্ধ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৭, ২০২৩, ০৪:২৫ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় গরমে বেঁকে গেছে লাইন, রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলীর দারিয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় এর ৭টি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেললাইনের প্রায় ৫শ মিটার স্লিপার ভেঙে গেছে। বর্তমানে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এআরএস

Link copied!