Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৩, ০৫:১০ পিএম


ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামকস্থানে একটি ৪২ চাকার লরি গাড়ি ১২০ টন লোডের ওজনের বৈদ্যুতিক ট্রান্সফর্মার নিয়ে ময়মনসিংহ ছিল। লরিটি ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কের চেলেরঘাট বেইলি ব্রিজের ওপর উঠার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে খিরু নদীতে পড়ে যায়। এ ঘটনায় পাঁচ ব্যক্তি আহত ছাড়া বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ।

জানা যায়, মহাসড়কের আইন অনুযায়ী লরি গাড়ি সর্বোচ্চ ৪০টন ওজন পরিবহন কথা থাকলেও উক্ত লরিটির চালক অনেক বেশি ওজনের ট্রান্সফর্মার পরিবহন করার কারণে ব্রিজ ভেঙ্গে পড়ে যায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের ভালুকা সড়ক উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হালিম অজ্ঞাত চালকের বিরুদ্ধে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে  ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: মাইন উদ্দিন জানান  এ ঘটনায় ৪৩১/৪২৭ পেনাল কোড রুজু করা হয়েছে।

এআরএস

Link copied!