Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরে দুগ্ধ ও গোস্ত উৎপাদনে ২ কোটি টাকার চেক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৩, ০৫:২২ পিএম


মেহেরপুরে দুগ্ধ ও গোস্ত উৎপাদনে ২ কোটি টাকার চেক বিতরণ

দুগ্ধ ও গোস্ত উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের শ্যামপুর ইউনিয়নে ১শ ৯০জন সুবিধাভোগী সদস্যদের মধ্যে প্রায় ২ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে বলেই এই অনুদান পাচ্ছেন আপনারা।

প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলো যেন সাবলীল ভাবে উঠে দাড়াই সেই জন্য এই গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বর্তমান সরকার।

এসময় ১শ ৯০ জন সুবিধাভোগী সদস্যদের মাঝে ১লাখ ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এইচআর

Link copied!