Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

শেরপুরে ব্যতিক্রমী বৌভাতের দাওয়াত, লাগেনি উপহার

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৩, ০৫:৫৯ পিএম


শেরপুরে ব্যতিক্রমী বৌভাতের দাওয়াত, লাগেনি উপহার

বৌভাতের দাওয়াত খেতে এসেছিলেন অতিথিরা। সঙ্গে এনেছিলেন উপহার, অনেকে দিতে চেয়েছেন নগদ অর্থও। তবে কিছুই গ্রহণ না করে ফেরত দিয়েছেন বরের পরিবার। 

এমন ঘটনায় রীতি মতো বিস্মিত আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসী। এমনই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের বাজারদী এলাকার অহিদুজ্জামানের ছেলে বায়েজিদ বোস্তামির বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত দেওয়া হয় দুই শতাধিক মানুষকে। সেই দাওয়াতে নানা উপহার সামগ্রী নিয়ে বরের বাড়িতে হাজির হয়েছিলেন অতিথিরা। তবে তাদের উপহার গ্রহণের কোনো ব্যবস্থাই ছিল না সেই অনুষ্ঠানে। ফলে খাওয়া-দাওয়া শেষে বাধ্য হয়েই সঙ্গে আনা উপহার ফেরত নিতে হয়েছে সবাইকে।

এ বিষয়ে বর বায়েজিদ বোস্তামির সাথে কথা বলে জানা যায়, দাওয়াতে আসা অতিথিদের আমরা যথাসাধ্য আপ্যায়নের চেষ্টা করেছি। সামাজিকতা ও মানসম্মানের কথা চিন্তা করে কষ্ট হলেও অনেকেই দাওয়াতে উপহার নিয়ে আসেন। 

টাকা দিয়েই যদি খেতে হয়, তবে মানুষ হোটেলে গিয়েই খেতে পারে। এটি একটি অমানবিক সামাজিক রীতি যা আমি পছন্দ করিনা। এই রীতি বর্জন করতেই আমার বৌভাতে কোনো উপহার গ্রহণ করিনি।

এইচআর

Link copied!