Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পীরগঞ্জে দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৩, ০৭:৩৩ পিএম


পীরগঞ্জে দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

আইন এবং নীতিমালা লংঘন করে খড়ি দিয়ে ইট পোড়ানোর অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। 

বৃহস্পতিবার শেষ বিকালে পরিবেশ অধিদপ্তর ও ঠাকুরগাঁ জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের এম.এ এস.বি ও এস আর বি ইটভাটায় অভিযান চালায়। 

নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এসময় এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ এবং এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। 

সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!