Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৩, ০৭:০১ পিএম


ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের

সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের মৃত নছি খাঁর ছেলে আব্দুল মালেক (৭৫) ও মৃত আব্দুল মজিদের ছেলে সোলেমান শেখ (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দানিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই কৃষক ধান কাটা অবস্থায় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই ধান কাটছিলেন তারা। এ অবস্থায় বিকেলে হঠাৎ বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

এইচআর

Link copied!