Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

উত্তাল পদ্মা

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৯, ২০২৩, ০৯:০৫ পিএম


দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, শনিবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, শনিবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

আরএস

 

Link copied!