Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে ৭১ কোটি টাকা ব্যয়ে ৪৫ নতুন ভবন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৩, ০৬:৩২ পিএম


ত্রিশালে ৭১ কোটি টাকা ব্যয়ে ৪৫ নতুন ভবন

বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সারা দেশের মতো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হওয়ায় উপজেলাবাসী আনন্দিত। ২০১৮ সালে সংসদ নির্বাচনে ত্রিশাল আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী দ্বিতীয় বারের মতো বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

তিনি এমপি হওয়ার পর গত চার বছরে তার নির্বাচনী এলাকায় ৪৫টি নতুন দৃষ্টিনন্দন স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন নির্মাণ করেছেন। এসব আধুনিক দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন পেয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক অত্যন্ত আনন্দিত। 

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আগের দিনে শহরে উঁচু-উঁচু শিক্ষাপ্রতিষ্ঠান দেখতে পাইতাম, এখন আমাদের গ্রামে শহরের মতো চার তলা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। যখন বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা দলবেঁধে যায় তখন মনটা জুড়িয়ে যায়। 

জানা গেছে, শিক্ষা প্রকৌশল বিভাগ নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যম ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে উপজেলার বড়মা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়, সোনাখালি পাজলার চর উচ্চ বিদ্যালয়, রওশনারা বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দা উচ্চ বিদ্যালয়, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ সর্বমোট ৪৫ টি নতুন বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। 

জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী জানান, শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে বিগত চার বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৭১কোটি ৩৩ লাখ ৬৪ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতেও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।  

এইচআর

Link copied!