Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৩, ০৬:৫৬ পিএম


মাধবপুরে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পিতার লাঠির আঘাতে রায়হান নামে ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বেলা ৩ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালেরর মর্গে প্রেরন করেন।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা রাসেল এর সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে পিতা জাহান মিয়া কিশোর রায়হান মিয়াকে লাঠি দিয়ে আঘাত করলে  তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রায়হানের মৃত্যু হয়। পিতা জাহান মিয়া মানসিক ভাবে বিকারগ্রস্থ। বানিয়াচং একরাম গ্রাম থেকে ২০ বছর ধরে নোয়াপাড়া ইটাখোলা গ্রামে তারা বসবাস করে আসছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

এআরএস

Link copied!