কেরানীগঞ্জ প্রতিনিধি
মে ১, ২০২৩, ১১:১৯ পিএম
কেরানীগঞ্জ প্রতিনিধি
মে ১, ২০২৩, ১১:১৯ পিএম
বিদেশীদের পরামর্শে সরকার কোন কাজ করবনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
সোমবার (১ মে) বিকেলে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচন মানে না, আদালত মানে না, আইন মানেনা। তারা দেশটাকে পিছিয়ে নিতে চায়, অন্ধকারে নিয়ে যেতে চায়,বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চায়। তাদের সাথে জনগণ নেই, তাই তারা বিদেশিদের কাছে ধন্যা দেয় যদি বিদেশিরা তাদের ক্ষমতায় বসায়। কিন্তু সরকার বিদেশীদের পরামর্শে কোন কাজ করবেনা।
তিনি আরও বলেন, বিএনপি বেগম খালেদা জিয়াকে মাইনা করে পলাতক নেতা তারেক রহমানকে কে প্রতিষ্ঠিত করতে চায়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক থাকলে আগামী নির্বাচনে সরকারে পাশাপাশি বিরুধী দলও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মন করেন তিনি।
ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি মনির প্রমূখ।
এইচআর