Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাংনীতে হত্যা মামলায় এক ব্যক্তির ৮ বছর কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ২, ২০২৩, ০৪:১৯ পিএম


গাংনীতে হত্যা মামলায় এক ব্যক্তির ৮ বছর কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে সুমন কসাই হত্যা মামলায় আব্দুল আউয়াল নামে এক ব্যক্তিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কাজীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ জুন দুপুরের সুমন কসাই তার ব্যবসায়ীক কাজ শেষ করে সাইকেলের যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আব্দুল আউয়াল তার উপর হামলা চালায়। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে সুমনকে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
ওই ঘটনায় সুমনের পিতা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে  চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

এআরএস

Link copied!