Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

গাংনীতে বিদ্যুৎপৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ২, ২০২৩, ০৭:০৯ পিএম


গাংনীতে বিদ্যুৎপৃষ্টে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় হারদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মো. আব্দুল্লাহ ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মুনছুর আলীর ছেলে।

ষোলটাকা ইউপি সদস্য ভোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম সুজা বলেন, মো. আব্দুল্লাহ তার দুলা ভাই একই গ্রামের আব্দুল মালেকের বাড়িতে ভুট্টো মাড়াই কাজে সহযোগিতার জন্য আসে। ভুট্টো মাড়াই শেষে ভুট্টো ম্যাসিন অন্যত্র নেওয়ার সময় বিদ্যুতের তারের সাথে বেঁধে বিদ্যুৎপৃষ্টে সে আহত হয়। 

স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হারদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মো. আব্দুল্লাহ ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচআর

Link copied!