Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালের এমপি হতে চান ইকবাল হোসেন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০১:৩২ পিএম


ত্রিশালের এমপি হতে চান ইকবাল হোসেন
ইকবাল হোসেন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনের এমপি প্রার্থী হওয়ার ঘোষনা প্রকাশ করে নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন। 

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার বৈলর বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ ঘোষনা দেন।

মতবিনিময় সভায় ইকবাল হোসেনের উপস্থিতির খবর শুনে মুহূর্তে সভাটি জনসভায় রূপান্তিত হয়। প্রধান অতিথির  বক্তব্যে ইকবাল হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে আরো সুসংগঠিত করার কথা জানিয়ে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

ওয়ার্ড সম্মেলন করে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। ইউনিয়ন আওয়ামীলীগে সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান কবির মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, পৌর প্যানেল মেয়র মানিক সাইফুল, উপজেলা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন লাভলু, মেজবাউল আলম উজ্জল প্রমূখ।

এইচআর

Link copied!