Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

মুক্তি হত্যাকারীর বিচারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০৩:৪৫ পিএম


মুক্তি হত্যাকারীর বিচারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার বারহাট্রা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেম নগর ছালিপুরা গ্রামের মুক্তা রাণী (১৬) নামে দশম শ্রেণির  শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে কাউসার (১৮)নামে এক বখাটে। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে মুক্তি হত্যার বিচারের দাবিতে বুধবার (৩ মে) সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

জানা যায়, নিহত মুক্তি রানী বর্মন (১৬) প্রেমনগর-ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মুক্তির সহপাঠীরা জানায়,  দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাউছার দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। আমরা ভয় পেয়ে চিৎকার দিলে লোকজন এসে মুক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
মুক্তির ভাই লিটন বর্মন জানান, নেত্রকোণা সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা।

এআরএস

Link copied!