Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রাক্টরের চাপায় এনজিওকর্মী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০৫:২৪ পিএম


ট্রাক্টরের চাপায় এনজিওকর্মী নিহত

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নাজমা আক্তার (৩২) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক এনজিওকর্মী আহত হয়েছেন। নিহত নাজমা আক্তারের বাড়ি যশোর জেলায়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার ব্র্যাক অফিসের এক নারী ও এক পুরুষ এনজিওকর্মী মোটরসাইকেলযোগে সেনেরহুদা গ্রামের মধ্য দিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দেহাটি অভিমুখী মাটিভর্তি একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নাজমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন।

আহত হন তার সহকর্মী অনাদী চরণ (৩৫)। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিল। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে গেছে।

এআরএস

Link copied!